
		বগুড়া সংবাদদাতা: বগুড়ার যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৭৬ কেজি ওজনের বাঘাইড়। প্রায় সোয়া লাখ টাকায় বগুড়া ফতেহআলী বাজারের মাছ ব্যবসায়ী চিত্তরঞ্জন দাশ এই মাছটি জেলেদের কাছ থেকে কিনে নেয়।
আজ মাছটিকে দেখতে সকাল থেকেই বাজারে উৎসুক জনতা ভীড় করে। মাছটি কেটে ১৫০০/১৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। অনেকেই আবার অগ্রীম টাকা দিয়ে রাখে বড় বড় এসব মাছ কিনে নেয়ার জন্য।
বাজারে বড় বড় রুই, কাতলা, সিলভার কার্প, পাঙ্গাশ মাছ এর পাশাপাশি রয়েছে নিম্ন আয়ের মানুষ এর জন্য ভাগা/ঠিকাচুক্তি বিভিন্ন ধরনের ছোট সাইজের মাছ ১শ/দেড়শ টাকায় সহজেই মিলছে। আলাদা ভাবে বিক্রি করা এসব মাছের মাথা, পেটি, গাদা, এবং ডিম কেউ কেউ অল্পদামে সহজেই ছোট পরিবারের জন্য কিনে থাকে। ফতেহ আলী বাজারে মাঝেমধ্যে বড় ধরনের বোয়াল, আইড়, চিতল, রুই, কাতলামাছ ওঠে। এছাড়াও সামুদ্রিক কোরাল মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ সকাল থেকে রাত পর্যন্ত কেনাবেচা হয়।
মন্তব্য করুন