মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাজারে ভোজ্যতেলের সরবরাহ দ্রুত বাড়বে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৩:৪৭ পিএম

নিজস্ব সংবাদদাতা: বাজারে পণ্যের কোন ঘাটতি নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, যেসব নিত্যপণ্যের দাম বেড়েছে দ্রুত তা স্থিতিশীল হয়ে আসবে। কারসাজি করে কেউ দাম বাড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারীও দেন তিনি। সোমবার মোহাম্মদপুরের টাউনহল বাজার পরিদর্শন করে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ভোজ্যতেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে। এসময় শিল্প উপদেষ্টা বলেন, ভেজাল পণ্যের বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রমজানের শুরু থেকেই পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে অসাধু ব্যবসায়ীরা। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রণায়ল নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে।

এর অংশ হিসেবে সোমবার মোহাম্মদপুরের টাউনহল বাজারে নিত্যপণ্যের বাজার ঘুরে দেখেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এসময় ক্রেতা বিক্রেতাদের সাথে দাম নিয়ে কথা বলেন তারা।

পরে সাংবাদিকদের শিল্প উপদেষ্টা বলেন ভেজাল পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। কারসাজি কারীদের ছাড় দেয়া হবে না।

এসময় বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেন, রমজানের শুরু থেকেই কিছু পণ্যের দাম হঠাৎ বেড়েছে। সব পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, ভোজ্যতেলের সরবরাহও দ্রুত বাড়বে।

সারাদেশের বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান জোরদার করেছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান