
		টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতীতে সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষে শুলাকুড়া বাজারের প্রায় ৭০টি দোকান ভাংচুর করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, গত শুক্রবার উপজেলা বাংড়া পীরসাব বাড়ীতে মুলিয়া ও কাকরাইল গ্রামের মানুষের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে মুলিয়া গ্রামে মিমাংসার জন্য সালিশের আয়োজন করা হয়। ওই বৈঠক চলাকালে স্থানীয় উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় হঠাৎ একটি আঘাত করা হয়।
এরপর মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে দফায় দফায় সংষর্ষ চলে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭০ টি দোকানপাট ভাংচুর করা হয়।
এ ব্যাপারে কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন