
		নিজস্ব সংবাদদাতা: জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে সহায়তার আশ্বাস দিয়েছেন সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত। শেখ হাসিনার বিরুদ্ধে শিগগিরই তদন্তের অগ্রগতি প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
এদিকে, জুলাই বিপ্লবে গাজীপুরের কোনাবাড়ীতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় ওসি আশরাফুল ইসলামসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ১৫ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছেন ট্রাইব্যুনাল।
জুলাই-আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনায় চলছে দেশে। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান এ মাসেই তদন্ত শেষ হবে শেখ হাসিনার মামলার। তবে বিচার নিয়ে তাড়াহুড়ো করা হবে না। রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেয়ার আহবান জানান তিনি।
এদিন, ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন দুই কুটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও। এরপর তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।
এদিকে, গাজীপুরে হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেনসহ পুলিশের সাবেক ৫ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ জুন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মন্তব্য করুন