
		নিজস্ব সংবাদদাতা: সেবার মানোন্নয়নের মাধ্যমে বিমানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৫৪ কোটি টাকায় কেনা সেবামূলক ৩২ ধরনের অত্যাধুনিক যন্ত্র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী ৬ মাসে আরও ৩৪ ধরনের যন্ত্র বিমানের বহরে যুক্ত হবে বলেও জানান তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম বিমানবন্দর। দেশ-বিদেশি ৩২ টি এয়ারলাইন্সের বিমান এখানে ওঠানামা করে।
বিমানবন্দরের যাত্রী সেবা এবং বিমান রক্ষণাবেক্ষণে ১৯ ধরনের ২৮৭ টি ইকুইপমেন্ট রয়েছে। এর সাথে নতুন যুক্ত হলো ৩২ ধরনের যন্ত্র। বিমানবন্দরে এসব যন্ত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে ট্রাভেল হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছেন তারা। বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ায় বিমানের সেবার মান আরো বাড়বে।
চলতি বছরের শেষ দিকে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে বিমানবন্দরের সার্বিক সেবামূলক কার্যক্রম আরো গতিশীল হবে বলেও জানান কর্মকর্তারা।
মন্তব্য করুন