
		নিজস্ব সংবাদদাতা: শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন পিছিয়ে দিতেই এসব ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আমির খসরু বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিদ্যমান সংকটের সমাধান সম্ভব নয়।
রাজধানীর বনানীর একটি হোটেলে জাহাজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ শিপ ব্র্রেকার্স এন্ড রিসাইক্লিং এসোসিয়েশন। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের নিয়ন্ত্রিত কর্মপরিকল্পনার জন্যই পিছিয়ে পড়ছে সম্ভাবনাময় এই খাতটি।
বৈঠক শেষে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির এই নেতা। বলেন, শেখ হাসিনার বিচার চায়না দেশে এমন কেউ নেই। সরকার পরিবর্তন হলেও তার বিচার চলবে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচীতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের পাশে বসিয়ে জনগনের জন্য কল্যাণকর কিছু করতে পারবে না অন্তর্বর্তী সরকার।
জনগণের সমর্থিত সরকার ছাড়া নিত্যপণ্য বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলেও জানান বিএনপি নেতারা।
মন্তব্য করুন