মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইফতারিতে কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০২:১২ পিএম

নিজস্ব সংবাদদাতা: আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় কাটছাট করে কোন মতে কষ্টে সৃষ্টে ইফতার করছের রাজধানীর দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা। সাধ্যের বইরে হওয়ায় স্টলে স্টলে সাজানো বাহারি ইফতার সামগ্রী না কিনেই ফিরছেন এসব মানুষ। দ্বিগুণ কষ্ট বেড়েছে পুড়ে যাওয়া বনানীর কড়াইল বস্তির বাসিন্দাদের। ডাল-ভাত দিয়েই ইফতার করছেন অনেক রোজাদার।

রাজধানীর অভিজাত এলাকা বনানীর নামি দামি রেস্তোরার নিচে বসেছে বাহারি ইফতারির পসরা। অনায়াসে হাজার হাজার টাকার ইফতারি কিনে নিচ্ছেন এসব স্টলে আসা ক্রেতারা। সেই একই এলাকার কড়াইল বস্তির বাসিন্দারের জন্য ইফতারিতে সামান্য ছোলা-মুড়ির আয়োজন করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এ যেনো একই মুদ্রার এক পিঠে আলো অন্য পিঠে অন্ধকার।

এই নারীর নাম আমেনা বেগম। স্বামী ও দুই সন্তান নিয়ে থাকেন কড়াইল বস্তিতে। গত ২১ ফেব্র“য়ারী ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বস্তির শতাধিক ঘর। অনেকের সাথে নিঃস্ব হয় আমেনার পরিবারও। কেউ খাবার না দিলে ডাল-ভাতেই ইফতার করেন তারা।

তার মতো অনেক দিনমজুর পরিবারই সামান্য খাবার দিয়ে ইফতার সারেন।

চড়া মূল্যের বাজারে সামান্য ছোলা-মুড়ি কিনতে পেরেই উচ্ছ্বাস প্রকাশ করেন কেউ কেউ।

আবার নিম্নবিত্তের কথা মাথায় রেখে দাম সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছেন কোনো কোনো বিক্রেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান