
		নিজস্ব সংবাদদাতা: রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এসময় ইট, পাথর ও বালুর আড়ৎ ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নিতে সাতদিনের সময় বেঁধে দেয়া হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক জানান, অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কোন নোটিশের প্রয়োজন নেই। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দখলকৃত জায়গা উদ্ধার করা হবে।
এভাবেই গুড়িয়ে দেয়া হয়েছে গাবতলীর গরুর হাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইট, পাথর ও বালুর আড়ৎ এবং দোকানপাট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জমি দখল করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে ব্যবসা চলে আসছে সেখানে।
অঘোষিতভাবে বুলডোজার দিয়ে দোকান ভাঙা শুরু করলে দোকানে থাকা মালামাল সরানোয় ব্যস্ত হয়ে পড়েন ব্যবসায়ীরা। তারা জানান, গরুর হাট যে লিজ নিয়েছে সিটি করপোরেশন থেকে তিনি মাটি ভাড়া দিয়েছেন দোকান করার জন্য।
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জানান, অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কোন নোটিশের প্রয়োজন নেই।
অবৈধভাবে দখলদারকের কাউকে ছাড় দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন প্রশাসক।
ভবিষ্যতে মাঠ-খাল দখল বন্ধে যৌথ অভিযান পরিচালনার কথা জানান তিনি।
মন্তব্য করুন