
		নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২ বছর আজ। অথচ আজও এর বিচারকার্য শুরু হয়নি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বিচারের আশায় বুক বেঁধেছে ত্বকীর পরিবার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শিগগির বিচারকার্য শেষ করার দাবি জানিয়েছেন তারা।
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জে কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে দুর্বৃত্তরা হত্যা করে। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন নিহতের বাবা রফিউর রাব্বি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে, হত্যাকাণ্ডের আট মাসের মাথায় সুলতান সৈকত ভ্রমরকে গ্রেফতার করে র্যাব। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ভ্রমর জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। জবানবন্দি অনুযায়ী আজমেরীর মালিকাধীন প্রতিষ্ঠান থেকে রক্ত মাখা প্যান্টসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে র্যাব।
ত্বকী হত্যার ১২ বছর পূর্ণ হলো আজ। অথচ আজও এর অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচারকার্য শুরু হয়নি। দ্রুত মামলার তদন্ত শেষে বিচার কাজ শুরু করার দাবি জানিয়েছেন নিহতের বাবা রফিউর রাব্বি।
আদালতে অভিযোগপত্র জমা দিয়ে দ্রুত বিচারকার্য শেষ করার দাবি করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগের সমন্বয়ক মাহবুবুর রহমান মাসুম। এদিকে, ত্বকী হত্যার ১২ বছর উপলক্ষে আজ নানা কর্মসূচি পালন করছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
মন্তব্য করুন