
		নিজস্ব সংবাদদাতা: আসন্ন ঈদে যাত্রীদের ঘরে ফেরা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। ১৫ রমজান থেকে পথযাত্রা সুষ্ঠু করতে সরকার বদ্ধপরিকর বলে জানা তিনি।
ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। এই খুশি আর আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই ছোটেন নারীর টানে গ্রামের পানে। তবে এই ঈদযাত্রার পথে পথে ভোগান্তিতে হারিয়ে যায় উৎসাহ-উদ্দীপনা। আনন্দোর ঈদ যাত্রায় ঘটে দূর্ঘটনা, জীবন হয়ে ওঠে অনিরাপদ।
এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে লঞ্চ মালিক, আইনশৃঙ্খলা বাহিনী, নৌ ও কোস্ট গার্ডসহ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সাথে বৈঠক করেন নৌ উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের প্রথম ঈদ-পূর্ববর্তী বৈঠক থেকেই সরকারের কঠোর অবস্থানের ঘোষণা দেয়া হলো রোজার পঞ্চম দিনে। নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, লঞ্চ মালিকদের জানিয়ে দেন, যে কোন উপায়ে হোক ঈদযাত্রা নির্বিঘ্ন করার কথা।
আগামী ১৫ রমজান থেকে ঈদের দিন পর্যন্ত রাতে কোন বাল্কহেড ও স্পিড বোট চলাচল করতে পারবে না। লঞ্চ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে, যাত্রী বেশি তুললে, নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালালে এবং পাল্লা দিলে সেসব লঞ্চের লাইসেন্স বাতিল করা হবে। এসময়ে বাড়ানো যাবে না লঞ্চের ভাড়া। এছাড়াও বৈঠকে নেয়া ১২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান নৌ-উপদেষ্টা।
মন্তব্য করুন