মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সড়কে যত্রতত্র গাড়ি রাখলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৩:২১ পিএম

নিজস্ব সংবাদদাতা: যানজটে নাকাল রাজধানীর মানুষ। আবার রাস্তা ফাঁকা পেলে বেপরোয়া হয়ে ওঠে চালকরা। রমজান মাসে দৌরাত্ম্য আরো বেড়েছে। কে কার আগে যাবে এই প্রতিযোগিতায় এক বাস আরেক বাসের মধ্যে চলে রেশারেশি। নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আইন অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সরকারি গাড়ির চালকরা ট্রাফিক আইন সবচাইতে বেশি অমান্য করে, এমন বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে

ব্যস্ততম রাজধানীতে বেপরোয়া ছুটে চলা চালকদের। কে কার আগে যাবে এই প্রতিযোগিতায় বাস, মোটরসাইকেল, আটোরিক্সা এমনকি প্রাইভেটকারও। এমনকি দ্বিধায় ফেলে দেয় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদেরও।

যানজটের শহর হিসেবে পরিচিত এই ঢাকা শহরে রাস্তা ফাকা পেলে বেপরোয়া হয়ে ওঠে চালকরা। রমজান মাসে দৌরাত্ম্য আরো বেড়েছে। কে কার আগে যাবে এই প্রতিযোগিতায় এক বাস আরেক বাসের মধ্যে চলে রেশারেশি।

রাজধানীর জেব্রাক্রসিং কিংবা ফুটপাত কোনো কিছুই ছাড়ছেন না মোটরসাইকেল চালকরা। যখন সুযোগ পাচ্ছেন তখনই বাইকে ছুটে চলছেন ব্যস্ত ফুটপাতে। ইচ্ছে মতো উল্টোপথে যাতায়াত আর হেলমেট ছাড়া চলাচল করছেন। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক লাখ অটোরিক্সা।

সড়কে অতিমাত্রায় অটোরিক্সা, মোটর সাইকেল তার সাথে প্রভাব খাটিয়ে উল্টাপাল্টা গাড়ী চালাচ্ছে সরকারী গাড়ীর চালকরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সরকারী গাড়ী চালকদের আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা আইন অমান্য ও বেপরোয়া গাড়ী চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।

রমজানমাস উপলক্ষে জনসাধারনে যাতে ভোগান্তি না হয় সে দিকে লক্ষ রেখে সড়ক যানজট মুক্ত রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান