
		নিজস্ব সংবাদদাতা: এক শ্রেণির অসাধু মজুদদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বসিরউদ্দীন। এজন্য ৫ বিলিয়ন ডলারের সম্ভাবনাময় বাজার ১ বিলিয়ন ডলারে আটকে আছে বলেও জানান উপদেষ্টা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে জাতীয় পাট দিবস উপলক্ষে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব জানান। বাজারের ব্যাগের কাপড় সরবরাহে উপজেলা পর্যায়ে উদ্যোক্তা গড়ে উঠতে পারে, আর এর জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে কোন বায়বীয় উদ্যোগ নয়, ফলদায়ক পদক্ষেপ নিলে, প্রণোদনাসহ সরকার সব সহায়তা দিবে বলেও জানান শেখ বশিরউদ্দিন।
মন্তব্য করুন