
		নারায়ণগঞ্জ সংবাদদাতা: ভিত্তিপ্রস্তর স্থাপনের ৩০ বছরেও বাস্তবায়িত হয়নি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সেতু নির্মাণ। এতে নদীর সেন্ট্রাল ফেরিঘাটসহ কয়েকটি ঘাট দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থী, কর্মজীবী ও অসংখ্য যাত্রীর।
নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসন গঠিত হয়েছে সদর ও বন্দর উপজেলা নিয়ে। এই দুই উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। প্রায় ৩২ লাখ লোকের বসবাস এই এলাকায়। নদীর সেন্ট্রাল ফেরিঘাট, ৫ নম্বর খেয়াঘাট, স্কুলঘাট, নবীগঞ্জঘাট, মাছুয়া বাজারঘাট, বরফকল ঘাটসহ কয়েকটি ঘাট দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রী পারাপার হচ্ছে নৌকা দিয়ে। এতে খেয়া পারাপারে অনেক সময় দুর্ঘটনায় পড়ে প্রাণহানিও ঘটছে।
রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে বারবার সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সেতু নির্মাণের আশ্বাস দেয়। সে অনুযায়ী সরকারের মেয়াদের শেষ দিকে সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
কিন্তু এরপর ৩ দশক পার হলেও সেই সেতু আর নির্মিত হয়নি। ফলে স্থানীয়দের দুর্ভোগও আর কমছে না। নবীগঞ্জ-হাজীগঞ্জ অথবা পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায় একটি সেতু নির্মাণ হলে দুর্ভোগ কমবে বলে জানান স্থানীয়রা।
সেতু নির্মাণ হলে দু’পাড়ের ব্যবধান ও নগরের ওপর চাপ কমবে মনে করেন বাংলাদেশ মানবাধিকার সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম।জনস্বার্থে দ্রুত সেতুর বাস্তবায়ন দাবি করেন তিনি।
মন্তব্য করুন