মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিনিয়োগকারীদের আস্থাহীনতায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:১৭ এএম

ফাহিম মোনয়েম : দেশের শেয়ার বাজারের নাজুক পরিস্থিতি কাটছে না। তলানিতে ঠেকেছে ইনডেক্স ভ্যালু। এর মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি অস্থিরতার প্রভাবও পড়ছে শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ভুগছে শেয়ারবাজার বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষক মাহফুজ কবির। বাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সপ্তাহের শেষে কিছুটা বেড়েছে মূল্যসূচক ও লেনদেন। শেয়ারবাজারের স্থিরতা ফেরাতে কমিশনের সংস্কার জরুরী বলেও মনে করেন অর্থনীতিবিদরা।

তারল্যসংকট, কারসাজি ও নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ শেয়ারবাজারে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে গত বছরজুড়ে শেয়ারবাজারের কার্যক্রম ছিল খুবই দুর্বল। চলতি বছরও তারল্যসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা শেয়ারবাজারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি’র বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা নেই বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের বেশির ভাগের। তলানিতে ঠেকেছে ইনডেক্স ভ্যালু। জেড ক্যাটাগরির শেয়ার বৃদ্ধি। সব মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ভুগছে শেয়ারবাজার।

লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে ৫২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩ হাজার ৫৩ কোটি তিন লাখ টাকা। বুধবারে এই লেনদেন ছিলো ৩ হাজার ১৮ কোটি ২০ লাখ টাকা। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর জানান, বিএসইসির চলমান সংকট, শেয়ারবাজারের অনাস্থা এবং বিনিয়োগকারীদের ক্ষতির মুখে সরকারের কঠোর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে কমিশনের দায়িত্বশীল ও স্বচ্ছ নেতৃত্ব দরকার বলে মনে করে তিনি।

শেয়ারবাজারের চলমান অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ধারায় ফিরে আসুক এমনটাই প্রত্যাশা বিনিয়োগকারীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান