
		নিজস্ব সংকবাদদতা: ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া রাজবাড়ী ও ফরিদপুরে দুই শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলে শিশুদের প্রাইভেট পড়ান। শনিবার স্কুলে প্রাইভেট পড়ানোর সময় শিশুটিকে ধর্ষণ করেন তিনি।শিশুটির পরিবারের সদস্যদের সাথে দেখা করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এদিকে, ফরিদপুরে চার বছরের শিশুকে ধর্ষণকালে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে, রাজবাড়ীতে বালিয়াকান্দিতে নানা বাড়িতে বেড়াতে আসা এক শিশুকে ধর্ষণ চেষ্টায় একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।
মন্তব্য করুন