
		আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পর সার্বিক অবস্থা বিবেচনা করে দুই দেশের সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে ভারতীয় সেনা প্রধান এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে তথ্য আদান প্রদান হয়ে থাকে।
অধিবেশন চলাকালীন ভারতীয় এই সেনাপ্রধান ভবিষ্যতের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে কথা বলেন।
মন্তব্য করুন