মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আগামী নির্বাচনে ভোটের সুযোগ পাবে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০১:২২ পিএম

নিজস্ব সংবাদদাতা: আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চায় যুক্তরাজ্য। সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এসময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে ডিসেম্বরের সময়সীমা বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এদিকে নতুন দল নিবন্ধনের আবেদন আহবান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। প্রবাসীরাও ভোট দেয়ার সুযোগ পাবেন।

আগামী জাতীয় নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। এজন্য কোন বিষয়ে নির্বাচন কমিশনের সহযোগিতা প্রয়োজন ও নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি জানতে সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বৃটিশ হাইকমিশনার। জানান, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য।

এসময় সিইসি বলেন, পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে অনুরোধ জানানো হয়েছে যুক্তরাজ্যের প্রতি। ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সময় ধরে সার্বিক প্রস্তুতি নিচ্ছে কমিশন।

এদিকে নতুন দল নিবন্ধন দেয়ার কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। আবেদন আহবান করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অন্যদিকে প্রবাসীদের আগামী নির্বাচনে ভোট দেয়ার সুযোগ করে দিতে নির্বাচন কমিশন প্রক্সি ভোট পদ্ধতি চালু করতে যাচ্ছে। এসংক্রান্ত কমিটি সিদ্ধান্ত নিয়েছে। এই পদ্ধতিতে প্রবাসীরা একটি অ্যাপসে রেজিষ্ট্রেশন করে তার পক্ষে যিনি ভোট দিবেন তাকে নির্ধারণ করে দিবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান