
		নিজস্ব সংবাদদাতা: পাচার করা টাকা ফিরিয়ে আনা ত্বরান্বিত করতে খুব শিগগিরই বিশেষ আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী সপ্তাহের মধ্যেই এই আইন করা হবে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ব্রিফিংয়ে শফিকুল আলম এসব কথা বলেন। এসময় প্রেস সচিব বলেন, অন্তর্র্বর্তীকালীন সরকারের ফোকাস ছিল পাচার করা টাকা কীভাবে ফেরত আনা যায়। এজন্য টাস্কফোর্স গঠন করা হয়েছিলো। অনেক ল ফার্মের সঙ্গে সরকার ও টাস্কফোর্স কথা বলছে।
মন্তব্য করুন