
		গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকেরা।
আজ বুধবার (১২ মার্চ) সকালে বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোল্ডেন রিফিট গার্মেন্টসের জান্নাতুল নামের এক শ্রমিক রাস্তা পার হতে গিয়ে অটোগাড়ির চাপায় আহত হয়। এসময় তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় জান্নাতুল। এই সংবাদ কারখানায় পৌঁছলে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে বন্ধ করে রাখে।
মন্তব্য করুন