
		নিজস্ব প্রতিবেদক : নারীদের ওপর নৃশংসতার বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরন করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, মাগুরায় ধর্ষিতা শিশুর আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। মব জাস্টিস সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নারীদের ওপর যে-কোন ধরনের সহিংসতায় জড়িতদের সরকার সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে সরকার নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এ বিষয়ে সরকার কোন ছাড় দেবে না।
বুধবার বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, প্রতিনিধি দলের সবাই শিক্ষার্থী। ওনাদের দাবিগুলো যৌক্তিক। ওনাদের দাবির সঙ্গে আমি একমত। ধর্ষণের জন্য ওনারা আলাদা একটি আদালত গঠনের দাবি জানিয়েছে। এটা আসলে আপাতত দরকার নেই।
গণঅভ্যুত্থানে এই নারী শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে আইন উপদেষ্টা বলেন, আন্দোলন যখন এক্সট্রিমপর্যায়ে তখন রাতে হল থেকে ওরা বেরিয়ে মিছিলে রজপথ কাপিয়েছে। নারীদের প্রতি সহিংসতা বন্ধে ওদের এই উদ্যোগ।
আসিফ নজরুল বলেন, মব জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নেয়া হলে কঠোর হস্তে দমন করা হবে। আছিয়ার পরিবারের দাবি আমরা শুনেছি। এই মামলায় কোন কালক্ষেপণ হবে না।
স্মারকলিপি জমা দেয়া ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, আইন উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকের পর আপাতত তাদের কোন দাবি দাওয়া নেই।
মন্তব্য করুন