
		নিজস্ব সংবাদদাতা: আসছে জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক কর্মশালায় তিনি বলেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র ক্ষামতায় যাওয়ার জন্যই বিরোধীতা করে, কিন্তু ভোটে যেতে ভয় পায়। সেজন্যই তারা সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার ষড়যন্ত্র করছে।
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততায় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর শাহজাহানপুরে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একত্রিশ দফার সাথে দেশের কোন মানুষই দ্বিমত প্রকাশ করেনি। রাষ্ট্র সংস্কারের এমন কিছুই নেই, যা একত্রিশ দফাতে নেই। বিএনপির একত্রিশ দফার আলোকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব বলেও জানান তিনি।
অনেকেই এখন স্বৈরাচারী সরকারের সুরে কথা বলছে উল্লেখ করে সবাইকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানান মির্জা আব্বাস।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক অবস্থানে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এসময় তিনি অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচন ছাড়া কোন নির্বাচনই দেশের মানুষ এখন মেনে নেবে না।
মন্তব্য করুন