
		ফাহিম মোনায়েম : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক, তার স্ত্রী নিগার সুলতানাসহ চারজনের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি বলেন, ঋণের নামে প্রায় ৯শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের মর্ডান স্টিল মিলস কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। শেখ পরিবারের পালানোর বিষয়ে দাপ্তরিক তথ্য না থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে শিল্পে বিনিয়োগের নামে ঋণ নিয়ে অর্থ নয় ছয়ের অভিযোগ উঠেছে চট্টগ্রামের মর্ডান স্টিল মিলস কোম্পানির বিরুদ্ধে।
দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ঋণের নামে নিয়ম ভেঙে ব্যাংক থেকে কোম্পানিটি ৮৭৩ কোটি টাকা আত্মসাত করে। এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
শেখ পরিবারের সদস্যদের দেশ থেকে পালানোর পরও বিশেষ যাত্রায় নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, দাপ্তরিক কোন তথ্য না থাকায় এই নিষেধাজ্ঞা।
এদিন রাজশাহী ১ আসনের সাবেক এমপি ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় সাড়ে চারশো কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মন্তব্য করুন