মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মঙ্গলবারের মধ্যে এনআইডি আইন বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৭:৩৬ এএম

নিজস্ব সংবাদদাতা: এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে আজ দুই ঘন্টা সব কাজ বন্ধ রেখে সারাদেশে মানববন্ধন করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। ১৮ মার্চের মধ্যে আওয়ামী শাসনামলের হওয়া আইন বাতিল করে ইসির কাছে এনআইডি কার্যক্রম পুনর্বহাল না করলে কর্মবিরতিতে যাবার ঘোষণা দিয়েছেন তারা।

জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১১ টায় সারাদেশে নির্বাচন কমিশনের অফিসগুলোর সামনে মানববন্ধন করেন তারা। এই দুই ঘন্টা সকল কার্যক্রম বন্ধ রাখে কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ইসির তৈরি এই ডাটাবেজ অন্যত্র গেলে অপব্যবহার হবে। দাবি মানতে সরকারকে সময়সীমা ঁেবধে দিয়েছেন তারা।

এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আইন করে। শুরু থেকেই এর বিরোধীতা করে আসছে নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ। বর্তমান অন্তর্বর্তী সরকার এই কার্যক্রম একটি স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে নিয়ে যাবার কথা বলেছে।

পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এনআইডি কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত।

এনআইডি কার্যক্রম স্থানান্তর হলে আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ হবে কিনা এমন প্রশ্নে ইসি সচিব বলেন, এখনই এবিষয়ে বলার সময় আসেনি।

এদিকে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবিত বেশকিছু প্রস্তাবনার বিরোধীতা করেছে ইসি। এছাড়া, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবনার মধ্যে, দ্রুত সম্পন্ন করা যাবে এমন কয়েকটি বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে চিঠি দিবে প্রতিষ্ঠানটি। দু’একদিনের মধ্যেই এই চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান