
		নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের স্বার্থে মতবিরোধ নয়, সব রাজনৈতিক দলের ঐক্য চায় বিএনপি। দেশকে স্থিতিশীল করতে জাতীয় নির্বাচনের পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের সিনিয়র নেতারা। জাতীয় নির্বাচন আয়োজনে যত দেরি হবে, সংকট ততোই বাড়বে। সকল সমস্যার সমাধান জাতীয় সংসদেই করার কথাও বলেন নেতারা। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন তারা।
রাজধানীর শান্তিনগর ইউনিট বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দলে এবং দলের বাইরের কিছু লোক বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কোন লাভ হবে না।
এদিকে, রাজধানীর গুলশান ক্লাবে ইউনাইটেড আইসিটি ফোরাম ইআরএফ ইফতার মাহফিলের আয়োজন করে। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, সকল সমস্যার সমাধান জাতীয় সংসদেই হবে।
এসময় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান নেতারা।
মন্তব্য করুন