
		নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আগস্ট বিপ্লবে আহতদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) রাজধানীর সেনানিবাসের সেনামালঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলেন। এই সময় প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, চার শতাধিক বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন