
		নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। মস্তিস্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রয়াত এই শিক্ষাবিদকে।ঢাকা ক্লাবের সামনে ইফতার কিনতে গিয়ে গত ৬ মার্চ অসুস্থ হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। মস্তিস্কে রক্তক্ষরণ হলে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবণতি হলে স্থানান্তর করা হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌঁনে ১১টায় ইন্তেকাল করেন তিনি। অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুর খবরে হাসপাতালে ভীড় করেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। জানান, একজন শিক্ষাবিদ হারিয়েছে জাতি, অভিভাবক হারিয়েছেন তারা।পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ধানমন্ডি নর্থ রোডের মসজিদে বাইতুল আকসা মসজিদে প্রথম জানাজা এবং বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়টির দুইবার ভিসি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ড ও জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। আবু আহসান মোহাম্মদ সামসুল আরেফিন সিদ্দিকের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায় হলেও দাদার বাড়ি নরসিংদীতে। প্রয়াত এই শিক্ষাবিদ রেখে গেছেন স্ত্রী, একমাত্র মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী।
মন্তব্য করুন