
		ইন্টারন্যশনাল ডেস্ক: সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে জাল সইয়ে ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ২০১৫ সালে এই দলিল ব্যবহার করে বোনের কাছে গুলশানে ফ্ল্যাট হস্তান্তর করে টিউলিপ। এর প্রমাণ আদালতে উত্থাপন করবে সংস্থাটি। যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকির ফ্ল্যাট হস্তান্তর সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের নথি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যাম ফিন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে, ২০১৫ সালে বোনের কাছে গুলশানে ফ্ল্যাট হস্তান্তর করতে জাল নোটারি নথি ব্যবহার করেছেন টিউলিপ।
সেসময় টিউলিপ লেবার পার্টির পার্লামেন্ট সদস্য হলেও মন্ত্রিত্ব পাননি। বিতর্কিত নথিটি একটি হেবা দলিল। নথিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল-সাক্ষর ব্যবহার করা হয়। তবে বিষয়টি অস্বীকার করেন সিরাজুল ইসলাম জানান, টিউলিপ কিংবা আজমিনা, কারও সাথে কোন পরিচয় নেই।
দুদকের অভিযোগ নোটারির বিষয়টি একটি প্রতারণা ছিল। এটি সম্পত্তির প্রকৃত মালিকানা গোপনের প্রচেষ্টার অংশ। টিউলিপের বিরুদ্ধে এই অভিযোগ আদালতে উপস্থাপন করবে দুদক। আদালত অভিযোগ আমলে নিলে পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে জানতে টিউলিপ সিদ্দিকির সঙ্গে যোগাযোগও করে ফিন্যান্সিয়াল টাইমস। তবে কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি সংবাদমাধ্যমটি।
মন্তব্য করুন