
		নিজস্ব প্রতিবেদক: সংস্কার, নির্বাচন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে সফররত জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক করেছে রাজনৈতিক দলগুলো। শনিবার (১৫ মার্চ) রাজধাানীর একটি হোটেলে আয়োজিত বৈঠকে রাজনৈতিক দলগুলো তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। এসময় সুষ্ঠ নির্বাচনের ব্যাপারে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
দেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংস্কার, নির্বাচন ও জুলাই হত্যাকান্ড প্রাধান্য পায়। এতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তাদের দলীয় মতামত তুলে ধরেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। বলেন, সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবেনা। জুলাই হত্যাকান্ডের বিচার আন্তর্জাতিক মানের হতে হবে।
তবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার হতে হবে নির্বাচন কেন্দ্রিক। আর জামায়াতে ইসলামী বলছে নির্বাচন, সংস্কার ও ঐক্যমত্যের কথা। এসময় সব দলের ঐকমত্য হলে বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন জাতিসংঘ প্রধান।
মন্তব্য করুন