
		শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা। ফলন ভালো হলেও বাজারে দাম কম থাকায় লোকসানের আশঙ্কায় চাষীরা। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় এনে সহায়তা করা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।
চলতি বছরে শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি কেজি পেঁয়াজের প্রকার ভেদে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায়। আর বিঘা প্রতি লাখ টাকা খরচ করে খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষক।
কৃষক বলছেন, বাজারে পেঁয়াজের আমদানি বেশি থাকায় কমেছে চাহিদা। তাই কাঙ্খিত দাম মিলছে না। এই অবস্থা চলতে থাকলে আগামীতে মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহ হারাবে কৃষকরা।
শরীয়তপুর কৃষি বিভাগের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন বলছে, ফলন ভালো হলেও দাম কম পাচ্ছে কৃষক। তাই প্রণোদনার আওতায় এনে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তা করা হবে।
মন্তব্য করুন