মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৪:২৭ এএম

নিজস্ব প্রতিবেদক : চারদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। চারদিনের এই সফরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তার এই সফর রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশে চার দিনের সরকারি সফরে ব্যস্ত সময় পার করে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এসময় অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান তাকে বিমানবন্দরে বিদায় জানান। ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টার সাথে টেলিফোনে কথা বলেন জাতিসংঘের মহাসচিব।

এরআগে চার দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। সফরকালে শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর একসঙ্গে কক্সবাজার যান তারা। সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি লাখো রোহিঙ্গা সাথে ইফতার করেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।

শনিবার ঢাকায় জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মহাসচিব। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, এবি পার্টি, নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন গুতরেস।

বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আসেন যৌথ সংবাদ সম্মেলনে। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে ঢাকার কর্মসূচি শেষ করেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘের মহাসচিবের সফরে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার বিষয়ে বিশেষ গুরুত্ব পায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান