মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গুতেরেসের সফর নিয়ে যা মনে করেন কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৯:২৬ এএম

কাজী ফরিদ : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর রোহিঙ্গা ইস্যু সমাধানে নতুন করে গতি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তার ঘাটতি পূরণ করবে এই সফর। তবে ক’টনীতিকদের কেউ কেউ মনে করেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি। এদিকে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিভিন্ন পক্ষের সাথে আলোচনা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের চার দিনের বাংলাদেশ সফরে রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে সরকার, রাজনৈতিক দল, সংস্কার কমিশনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন। তার এই সফরকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা।

এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিলো রোহিঙ্গা জনগোষ্ঠী। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানে গতি পাবে।

তবে, কেউ কেউ বলছেন স্পষ্ট বার্তা পাওয়া যায়নি যায়নি বলে জানান জাতিসংঘের প্রাক্তন রিজিওনাল এডমিনিষ্ট্রেটর, কসোভো এবং জাপানের সাবেক রাষ্ট্রদূত এস. এম. রাশেদ আহমেদ চৌধুরী।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে জাতিসংঘ মহাসচিবের সাথে রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের আলোচনা সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন বিশ্লেষকরা।

তবে, এতে বিদেশী শক্তির হস্তক্ষেপের আশংঙ্কাও করছেন জাতিসংঘের প্রাক্তন কর্তা এস. এম. রাশেদ আহমেদ চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান