মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ক্ষমতায় গেলে সব হত্যার বিচার হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০১:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক: অন্যায়ের বিচার করা না হলে দেশে আবারো অন্যায় আচরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট আমলের সব অন্যায় অত্যাচার আর গুম খুনের বিচার করা হবে বলেও জানান তিনি। শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত এবং ঈদ উপহার বিতরণ উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ননীয় অন্যায় অত্যাচার আর নির্যাতন করেছে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে তারা অবশ্যই নিজেদের কর্মসূচীর মধ্যে এসব নির্যাতন আর হত্যার বিচার যাতে সুষ্ঠুভাবে হয় সেই কর্মসূচিও রাখবে।

বিএনপি ক্ষমতায় গেলে সব হত্যার বিচার করবে বলেও জানান তারেক রহমান।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচিত সরকার ছাড়া কোন সংস্কার গ্রহনযোগ্য হবে না।

দেশকে স্থিতিশীল রাখতে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান