
		নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রোরেলের কর্মকর্তারা। এখন টিকিট কেটে ও এমআরটি পাস ব্যবহার করে মেট্রোতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এতে করে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
মেট্রোরেলের এমডি ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এমআরটি দুজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে, মেট্রোরেলের পুলিশ সদস্য দ্বারা লাঞ্চিত হওয়ায় কর্মবিরতি ঘোষণা দেয় মেট্রোরেলের কর্মকর্তারা। এরপর বন্ধ ছিলো স্টান্ডিং, বুথ মেশিন টিকিট ও এমআরটি পাস ব্যবহার। যাত্রীরা টিকিট বিহীনভাবেই মেট্রোরেলে চলাচল করে।
এর আগে রোববার (১৬ই মার্চ) দিবাগত রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর সব কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড,ডিএমটিসিএলের চারজন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আংশিক কর্মবিরতির ঘোষণা দেয় মেট্রোরেলকর্মীরা।
এরপর প্রায় দুঘণ্টা পর প্রথমে মিরপুর ও পল্লবী স্টেশনে মেট্রোরেলের কর্তৃপক্ষের আশ্বাসে টিকিট ও এমআরটি পাস ব্যবহার কার্যকর করে। এরপর পর্যায়ক্রমে একে একে সব স্টেশনেই চালু হয় টিকিট ও এমআরটি পাস ব্যবহার।
মন্তব্য করুন