
		সিরাজগঞ্জ সংবাদদাতা : আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরুপে চালু হবে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু। অবশ্য উদ্বোধনের আগেই সেতুর একটি লাইন দিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল উভয় অংশে নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে রেলপথ বিভাগ।
যমুনা নদীর বুকে নির্মাণ হয়েছে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘের যমুনা রেলওয়ে সেতু। ৫০টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ৪৯টি স্প্যানে তৈরি হয়েছে এই সেতু। প্রায় সাড়ে চার বছর কাজ করেছে দেশী-বিদেশী প্রকৌশলী ও শ্রমিকেরা। বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে ১৬ হাজার ৭৮১ কোটি টাকার এই সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে মঙ্গলবার।
সেতুটি উদ্বোধনের আগেই কয়েক দফা ট্রায়াল রান শেষে সেতুর একটি লাইন দিয়ে চলাচল করছে যাত্রীবাহী ট্রেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উদ্বোধনের পর সেতু দিয়ে একসাথে ১শ থেকে ১শ ২০ কিলোমিটার গতিতে চলতে পারবে দুটি ট্রেন।
রেলসেতুটি পুরোদমে চালুর জন্য এরই মধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে।
উদ্বোধনের অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেতুটির নির্মানে অর্থায়নকারি প্রতিষ্ঠান জাইকা’র প্রধানসহ রেলপথ মন্ত্রনালয়ের নীতি নির্ধারকরা।
২০২০ সালের ২৯’শে নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দেশের দীর্ঘতম এই রেলসেতুর। দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে নির্ধারিত সময়েই শেষ হয়েছে এই রেলসেতুর নির্মাণ কাজ।
মন্তব্য করুন