মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ডিএনএ রিপোর্টের পরই আছিয়া ধর্ষণের বিচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০১:৩৩ পিএম

নিজস্ব সংবাদদাতা: দু-একদিনের মধ্যেই ডিএনএ রিপোর্ট পাওয়ার পরই আছিয়া ধর্ষণের বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার আইনের সংশোধনসহ আইনের সংশোধনীসহ বিশেষ ট্রাইব্যুনালের গেজেট প্রকাশিত হবে বলে জানান তিনি।

সামাজিক অবক্ষয়ের বিষয়ে প্রাপ্ত তথ্য বলছে, নারী-শিশুর ওপর নির্যাতন ও সহিংসতায় আপন বা পরিচিতজনরাই এগিয়ে। এসবের ৮৫ শতাংশই বিশ্লেষণে দেখা গেছে, ধর্ষক বা যৌন নির্যাতনকারী ভিকটিমের পরিচিত। মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয় তারই বোনের স্বামীর সহায়তায়।

ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতার বিষয়ে সাম্প্রতিক সময়ের কিছু ঘটনায় অন্তর্বর্তী সরকারেও তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে প্রচলিত এই আইনটি সংশোধনে নীতিগত অনুমোদন দেয়ার কথা জানান বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান।

ব্রিফিং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দু-এক দিনের মধ্যেই আছিয়া নির্যাতনের ডিএনএ পাওয়া যাবে। এর পরপরই শুরু হবে বিচারকার্য। দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এই নৃশংসতার বিচার।

ডিএনএ রিপোর্ট ছাড়া পারিপার্শ্বিক স্বাক্ষ্য-প্রমানের ভিত্তিতে বিচারক চাইলে বিচার করতে পারবেন বলেও জানান আইন উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান