মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঈদযাত্রায় সড়কে সম্মিলিত পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০১:৫৫ পিএম

নিজস্ব সংবাদদাতা: এবারের ঈদযাত্রায় সড়কে ডাকাতি, ছিনতাই, দুর্ঘটনা রোধে সম্মিলিত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ। পথে পথে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস টার্মিনালগুলোতে ভ্রাম্যমাণ আদালত মনিটরিং করবে। আর মহাসড়কে ফিটনেসবিহীন ও সিটি বাস চলতে দেয়া হবে না বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আসছে ‘ঈদগাত্রায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনা রোধে করনীয় নিয়ে এই আলোচনাসভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। এতে পরিবহন মালিক সমিতি, বিআরটিএ ও হাইওয়ে পুলিশ অংশ নেয়।

যাত্রীদের ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে ঈদের সময়ের টানা ছুটি সঠিকভাবে কাজে লাগানোর আহবান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এসময় মহাসড়কের নিরাপত্তা ও ডাকাতি রোধে জোর দেয়া হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

সভায় অংশ নিয়ে বিআরটিএ পরিচালক জানান, পথে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মনিটরিং জোরদার করা হবে। ঈদযাত্রা নিরাপদ করতে পরিবহন মালিক শ্রমিকদের সচেতনতার ওপর জোর দেন তিনি।

এসময় পরিবহন মালিক সমিতির মহাসচিব জানান, ঈদে লম্বা ছুটি থাকায় এবার পরিবহন সংকট হবে না। সড়কে বাড়তি চাপ ও ফিটনেসবিহীন সিটিবাস মহাসড়কে চললে ব্যবস্থা নেয়া হবে।

এবারের ঈদে ঢাকা ও আশেপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করবে, যার ৭৫ শতাংশই সড়কপথে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান