মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০২:৪০ এএম

টাঙ্গাইল সংবাদদাতা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশে ঈদ যাত্রায় যানজটের আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। এই সড়কের চার লেনের কাজ শেষ হয়েছে মাত্র ৪০ শতাংশ। তবে ঈদের আগে এক লেন খুলে দেয়ার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। যাত্রীদের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।

এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটর অংশের চার লেনের কাজ চলমান থাকায় গাড়ি চাপ বাড়লেই দেখা দেয় যানজট। যা কখনও কখনও ভয়াবহ আকার ধারণ করে, একই জায়গায় বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।এবারও ঈদ যাত্রায় যানজটের দুশ্চিন্তা চিন্তা ভর করছে যাত্রী ও পরিবহন চালকদের।

ঈদের মৌসুমে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন ।

এদিকে, ঈদের আগে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের এক লেন খুলে দেয়ার কথা জানিয়েছেন ঠিকাধারী প্রতিষ্ঠানের কর্মকর্তা মিজান সারওয়ার ।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদ যাত্রায় সেতুর দুই প্রান্তে বুথ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

ঈদ যাত্রায় মানুষের ভোগান্তির নিরসনে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান । ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে দৈনিক ২৫ থেকে ২৭ হাজার যানবাহন চলাচল করে। ঈদের মৌসুমে তা বেড়ে যায় দ্বিগুনের বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান