
		ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি শহরের বাসিন্দারা পৌরসভায় নাগরিক সনদ, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সনদ নেয়ার সময় দীর্ঘসূত্রিতার শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ বলছেন, গত বছরের ৫ আগষ্টের পর পৌরসভায় মেয়র পদে প্রশাসক এবং কাউন্সিলর পদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়। এসব কর্মকর্তারা নিয়মিত পৌরসভার ওয়ার্ড অফিসে না আসায় স্থানীয়দের বিভিন্ন সনদের আবেদনগুলো অনুমোদন পেতে সময় লাগছে বেশি।
৫ আগষ্টের পরে ঝালকাঠি পৌরসভায় প্রশাসক ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরদের পরির্বতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে। এরপর থেকে পৌরবাসীর নাগরিক সেবা বিঘিœত হচ্ছে। তাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্তরা পৌরসভার ওয়ার্ড কার্যালয়ে প্রায়ই অনুপস্থিত থাকছেন। ফলে থমকে থাকছে দাপ্তরিক কাজ। প্রত্যায়ন, নাগরিক সনদ, জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সার্টিফিকেটসহ পৌরসভার নানা ধরনের সেবা এখন দাপ্তরিক জটিলাতায় আটকে থাকছে।
সেবাপ্রার্থীদের অভিযোগ, নাগরিক সনদ পেতে ২০ থেকে ২৫ দিন, জন্মনিবন্ধন সংক্রান্ত কাজে ২০ দিন থেকে এক মাস ও ওয়ারিশ সার্টিফিকেট নিতে কম পক্ষে এক মাস সময় লেগে যায়। এ অবস্থার অবসানে দ্রুত সমাধান চান স্থানীয়রা।
এ সমস্যা থেকে উত্তোরনের সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন সু শাসনের জন্য নাগরিক- সুজনের ঝালকাঠি
জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ।
এদিকে ঝালকাঠি পৌর প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন জানান, নাগরিক সেবা দেয়ার ক্ষেত্রে তাদের কোন গাফলতি নেই। সদস্যদের কোন গাফলতি আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। দ্রুত এ সংকট কাটাতে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা পৌর এলাকার বাসিন্দাদের।
মন্তব্য করুন