
		নিজস্ব সংবাদদাতা: সরকারের ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট বাস্তবসম্মত ও জনকল্যাণকমুখী হবে বলে আভাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী উন্নয়ন বাজেটে স্থান পাবে না অপ্রয়োজনীয় প্রকল্প।
প্রথমবারের মতো আগামী জুন মাসে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করবে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে দু’মাস সামনে রেখেই কার্যক্রম শুরু করেছে অর্থ মন্ত্রণালয়।
এবারের বাজেট তৈরির আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় অর্থ মন্ত্রণালয় বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা ও দুই বিভাগের সচিব।
দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাভোগীদের ভাতা বাড়ানোর ইঙ্গিত দেন।
মূল্যস্ফীতি, ব্যাংকে স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে বাজেট করা হবে জানিয়ে উপদেষ্টা আরো বলেন, এনবিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু করা হবে। বাকি সংস্কার কাজ পরবর্তী সরকার এসে করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গৃহস্থালি কাজের অর্থনৈতিক স্বীকৃতি, বিনিয়োগ, কর্মসংস্থানের বিষয় গুরুত্ব পায় গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের এই আলোচনায়।
মন্তব্য করুন