মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আশুলিয়ায় মাটি কাটার মহোৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৫:৪২ এএম

সাভার সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় অন্তত ১২টি স্থানে দিন রাত চলছে মাটি কাটার মহোৎসব। সেই মাটি যাচ্ছে বিভিন্ন ইটের ভাটায়। গেল কয়েক মাসে এই চক্রের সদস্যরা হাতিয়ে নিয়েছে অন্তত অর্ধশত কোটি টাকা। এদিকে, কৃষি জমি থেকে মাটি কাটার ফলে অনাবাদী হয়ে পড়ছে শত শত বিঘা ফসলি জমি। তবে, মাটি কাটা চক্রের বিরুদ্ধে অভিযান চলছে বলে দাবি প্রশাসনের।

সাভারের আশুলিয়া উপজেলার ভাকুর্তা, ধামেসোনা, শিমুলিয়াসহ বেশ কয়েকটি ইউনিয়নের ১২টি স্থানে দিন-রাত চলছে মাটি কাটার ধুম। প্রতিনিয়ত ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায়। এতে খাদে পরিণত হয়েছে এলাকার বহু ফসলি জমি।

স্থানীয়দের অভিযোগ, গেল কয়েক মাসে মাটিখেকো চক্র হাতিয়ে নিয়েছে অন্তত অর্ধশত কোটি টাকা। কৃষি জমি নষ্ট হওয়ায় ক্ষতি হচ্ছে লাখ লাখ টাকা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটায় কয়েক বছরের ব্যবধানে উপজেলায় কমে গেছে ২শ’ হেক্টর কৃষি জমি।

কৃষি জমি রক্ষায় অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার।

অচিরেই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান