
		সাভার সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় অন্তত ১২টি স্থানে দিন রাত চলছে মাটি কাটার মহোৎসব। সেই মাটি যাচ্ছে বিভিন্ন ইটের ভাটায়। গেল কয়েক মাসে এই চক্রের সদস্যরা হাতিয়ে নিয়েছে অন্তত অর্ধশত কোটি টাকা। এদিকে, কৃষি জমি থেকে মাটি কাটার ফলে অনাবাদী হয়ে পড়ছে শত শত বিঘা ফসলি জমি। তবে, মাটি কাটা চক্রের বিরুদ্ধে অভিযান চলছে বলে দাবি প্রশাসনের।
সাভারের আশুলিয়া উপজেলার ভাকুর্তা, ধামেসোনা, শিমুলিয়াসহ বেশ কয়েকটি ইউনিয়নের ১২টি স্থানে দিন-রাত চলছে মাটি কাটার ধুম। প্রতিনিয়ত ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায়। এতে খাদে পরিণত হয়েছে এলাকার বহু ফসলি জমি।
স্থানীয়দের অভিযোগ, গেল কয়েক মাসে মাটিখেকো চক্র হাতিয়ে নিয়েছে অন্তত অর্ধশত কোটি টাকা। কৃষি জমি নষ্ট হওয়ায় ক্ষতি হচ্ছে লাখ লাখ টাকা।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটায় কয়েক বছরের ব্যবধানে উপজেলায় কমে গেছে ২শ’ হেক্টর কৃষি জমি।
কৃষি জমি রক্ষায় অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার।
অচিরেই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
মন্তব্য করুন