
		দিনাজপুর সংবাদদাতা: জৌলুস হারাচ্ছে দিনাজপুরের কড়াই বিল। নিয়মবহির্ভূতভাবে প্রায় চারশ গাছ কেটে ফেলা হয়েছে। বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস-মুরগি ও পশু পালন খামার সমবায় সমিতির নেতারা এসব গাছ কেটেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সমিতির নেতাদের দাবি, এখানে কোনো অনিয়ম হয়নি।
দিনাজপুরে প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি স্থান কড়াই বিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে বিলের মাঝবরাবর প্রায় ২৮ একর আয়তনের পুকুর খনন করা হয়। পাড়ে লাগানো হয় শিশু, আকাশমনি, দেশী কড়ই, আমলকি, মেহগনি, আম, কাঁঠাল, লিচু, জাম, বেলসহ নানাজাতের গাছ।
এখন বিলে পানি নেই, কাটা হয়েছে পাড়ের গাছগুলো। পরে কেটে ফেলা গাছগুলো জব্দ করেছে উপজেলা প্রশাসন। গাছ কেটে ফেলায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে গাছের ক্রেতা বলেন, সমিতির কাছ থেকে দরপত্রের মাধ্যমে ৪ লাখ ১০ হাজার টাকা দিয়ে গাছগুলো ক্রয় করা হয়।
সমিতির কর্মর্কতা জানান, এখানে গাছ চুরি কোনো ঘটনা ঘটেনি। সমিতির সাধারণ সভার সিদ্ধান্তে গাছগুলো বিক্রি করা হয়।
বিধিবহির্ভূতভাবে সরকারি সম্পত্তি নষ্ট করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
মন্তব্য করুন