
		রংপুর সংবাদদাতা: আগামীকাল ২০ রমজান থেকে খুলে দেয়া হচ্ছে এলেঙ্গা-রংপুর ৬ লেন মহাসড়কের চারলেন। ঘরে ফেরা মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ১৯০ কিলোমিটারের এই মহাসড়কটির পূর্ণাঙ্গ কাজ শেষ হতে অপেক্ষা করতে হবে আরও প্রায় ২ বছর।
২০১৯ সালে এলেঙ্গা-থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত ছয়লেন প্রকল্পের কাজ শুরু করে সরকার। ২০২২ সালে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মন্থর গতিসহ ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে উঠতে পিছিয়ে যায় মেয়াদকাল।
৬ লেন সড়কটি কাজ শুরু হওয়ার পর থেকেই দীর্ঘ যানযটের ভোগান্তিসহ জনদুর্ভোগ ছিল পদে পদে। তবে এবার ঈদযাত্রায় সড়কের ৪ লেন খুলে দেয়ার খবরে স্বস্থি মিলেছে জনমনে।
সড়কটির বগুড়া, গাইবান্ধা ও রংপুর অংশের ৯৫ ভাগ কাজ এরইমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন সাসেক-২ প্রকল্প-৮ এর উপ- প্রকল্প ম্যানেজার নাশিদ হাসান সিরাজী ।
তবে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও শঠিবাড়ীতে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে কাজের বিলম্ব হলেও এবারের ঈদযাত্রা নির্বিঘœ করতে ২০ রমজান থেকে খুলে দেয়া হচ্ছে মহাসড়কের ৪ লেন।
এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত ৬ লেন মহাসড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৯ হাজার কোটি টাকা।
মন্তব্য করুন