
		অনলাইন ডেস্ক: গাজায় ইজরাইলের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতায় ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান শিক্ষক নেতৃবৃন্দ। সেই সঙ্গে আরব দেশগুলোর নিরব ভুমিকার তীব্র সমালোচনা করেন।
মানববন্ধনে শিক্ষক ছাড়া বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ড. মোঃ রইস উদ্দীন ও সহ সভাপতি অধ্যাপক ড. মোঃ আজম খান প্রমুখ।
মন্তব্য করুন