
		অনলাইন ডেস্ক: গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট।
বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ জোহর লালবাগ শাহী মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ইসরাইলের বর্বর হামলার তীব্র নিন্দা করে আরব দেশগুলোর ভূমিকা সমালোচনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সূরা সদস্য মাওলা জসিম উদ্দীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলা জুনায়েদ কাসেমী, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আজিজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সূরা সদস্য মাওলানা আবুল কাসেমী, হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলা ইমরান বিন-নুরুদ্দিন, সাধারণ সম্পাদক,হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসাধারণ সম্পাদক মাওলানা আলা-আমিন।
বিক্ষোভ মিছিলটি লালবাগ শাহী মসজিদ চত্বর থেকে শুরু হয়ে লালবাগের বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে লালবাগ ছাতা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন