
		নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করেছে সংশ্লিষ্ট কমিটি। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-ইউএনও এবং এসপি-ওসিদের কমিটি থাকছে না। বৃহস্পতিবার এ সংক্রান্ত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু ও নজিরবিহীন নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবছরের ডিসেম্বরে হবার সম্ভাবনা আছে। তাই নির্বাচন সামনে রেখে জোড়ালো প্রস্তুতি নিচ্ছে কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রতিবন্ধকতা দূর করতে বিষয়ভিত্তিক কমিটি নিয়মিত সভা করছে, নানা বিষয়ে অতীতের ভুল শুধরে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থা নিবন্ধন এবং বিধিমালা পর্যালোচনা সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগ শাসনামলে নিবন্ধিত দেশীয় ৯৬ টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের উপকমিটির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। নতুন করে নিবন্ধন দেয়া হবে নির্বাচনের আগে পর্যবেক্ষক সংস্থার। এছাড়া ভোট কেন্দ্র স্থাপন হবে জেলা উপজেলার নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে। থাকবেনা ডিসি-এসপি, ইউএনও-ওসিদের কমিটি। কমিটির দুজন সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরে ব্রিফিং করেন এই কমিটির সভাপতি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি নিচ্ছে ইসি।
তিনি জানান শর্তপূরণ হলেই দেয়া হবে রাজনৈতিক দলের নিবন্ধন। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন আহবান করে দেয়া গণবিজ্ঞপ্তি নিয়ে আদালতের স্থগিতাদেশের রায়ের কপি এখনো পাননি বলে জানান তিনি।
মন্তব্য করুন