মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিয়ের প্রলোভনে ধর্ষণ, সাজা ৭ বছর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০২:৪০ পিএম

নিজস্ব সংবাদদাতা: ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে পাস হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বহাল রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধ এই আইনের সঙ্গায় আলাদা করা হয়েছে। সংশোধীত আইনে প্রলোভনে ধর্ষণ এবং বলাৎকারে ৭ বছরের কারাদন্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া বৈঠকে ৩ এপ্রিল সরকারি ছুটির অনুমোদন দেয়া হয়।

ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতার সাম্প্রতিক সময়ের কিছু ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। মাগুরার কোমলমতি শিশু আছিয়া বোনের শশুর দ্বাড়া ধর্ষণ এবং তার নির্যাতনে মৃত্যুর ঘটনা গোটা জাতিকে সামাজিক অবক্ষয়ের জানান দেয়।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন। এ ছাড়া ৩ এপ্রিল ছুটি অনুমোদন দেয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারিরা টানা ৯ দিন ছুটি ভোগ করে এবার।

বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শুধু শিশু ধর্ষণ মামলার জন্য আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। (বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলক যে ধর্ষণের বিচার সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনাকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।)

প্রেস সচিব বলেন, ধর্ষণের বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। এছাড়া ধর্ষণের মামলার ক্ষেত্রে সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয়, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। (এছাড়া ধর্ষণের সংজ্ঞাকে বিশদভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বলাৎকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে জানান তিনি। তবে মিথ্যা মামলার ক্ষেত্রে কি বিধান রাখা হয়েছে, তা আইন উপদেষ্টা জানাবেন বলেও জানান প্রেস সচিব।)

বহুল প্রতিক্ষিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন শনিবার জমা দেয়া হবে বলে জানান উপ- প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। চলতি মাসেই জমা দেয়া হবে নারীদের সংস্কার কমিশনের প্রতিবেদন জানান তিনি।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ৯/১-এ উল্লেখ রয়েছে, কোন পুরুষ কোন নারী বা শিশুকে ধর্ষণ করলে তিনি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান