
		অনলাইন ডেস্ক: গাজায় বর্বর ইসরাইলি হামলা ও গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বাদ জুমা কামরাঙ্গীরচর মারকাজুল খেলাফত জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিল থেকে বের হয়। এসময় বক্তারা আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মো. মাওলানা ফারুক আহমেদ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা ইউসুফ সাদেক হাক্কানি, মো. সুলতান মহিউদ্দিন, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি।
সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন