
		নিজস্ব সংবাদদাতা: সংস্কার কখনো শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। তাই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দু:খজনক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১২ দলীয় জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে ধরে রেখে প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও জানান তারেক রহমান।
রাজধানীর মালিবাগে একটি রেস্টুরেন্টে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করে ১২ দলীয় জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় তিনি বলেন, স্বৈরাচার সরকার বিগত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে। অথচ এখন সংস্কারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা হচ্ছে।
যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিলো সেই ঐক্য যাতে নষ্ট না সে জন্য সকল গণতান্ত্রিক দলকে সজাগ থাকার কথা বলেন তারেক রহমান।
সকলের সহযোগিতায় প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মন্তব্য করুন