
		নিজস্ব সংবাদদাতা: রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনীতিবিদরা। আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা হারিয়েছে। তাদের বিচার, নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা করলে কঠোর হস্তে দমন করার কথাও বলেন দলটির নেতারা।
রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর। এসময় জুলাই আগস্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান দলের অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মুজিববাদী রাজনীতি পুনর্বাসনের প্রচেষ্টা প্রতিহত করার হুশিয়ারি দেন এসসিপির সদস্য সচিব আখতার হোসেন।
এদিকে, রাজধানীর বকশিবাজারে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা করলে কঠোর হস্তে দমন করা হবে।
এর আগে, এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহবায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো অর্ডিনেটর সারোয়ার তুষার জানান, জাতীয় নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ বছর আর ভোটাধিকার প্রয়োগের জন্য ১৬ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি।
রোববার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন