
		নিজস্ব প্রতিবেদক: সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমাচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিসের ক্ষেত্রে খরচ কমে আসবে।
রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পান, তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম।
এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে।
মন্তব্য করুন